Saturday, August 12

কানাইঘাট সাতবাঁক ইউ'পি নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সাতবাঁক ইউপির নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষ্যে ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় ইউপি চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি মস্তাক আহমদ পলাশ সাংবাদিকদের নিয়ে ইউনিয়নের এক বছরের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় করেন। শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ তার ইউপির এক বছরের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব্ সেলিম উদ্দিন জেলা পরিষদ, উপজেলা পরিষদ সহ সরকারের বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে প্রাপ্ত উন্নয়ন মূলক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, পরিষদের সম্মানিত ইউপি সদস্য ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচিত পরিষদ এক বছরের মধ্যে ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ইউনিয়ন ঘোষণা, ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা, বাল্যবিবাহ মুক্ত ইউপি, শতভাগ স্যানিটেশনে প্রায় ৯০ ভাগ সম্পন্ন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মধ্যে সবচেয়ে বেশি কর আদায়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ক্ষেত্রে এগিয়ে, জঙ্গি-সন্ত্রাস ও মাদক মুক্ত হওয়ার পথে বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা নিয়ন্ত্রণে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন, ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ, প্রধান প্রধান সড়ক ও বাজারে ষ্ট্রিট লাইট স্থাপন, ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ বান্ধব করন, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পুনর্বাসনে অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, আইন-শৃঙ্খলার উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়মিত গ্রাম আদালত চালুর মাধ্যমে জটিল মামলা নিষ্পত্তি করে আইন শৃঙ্খলা সন্তোষজনক, সকল উন্নয়ন কার্যক্রমে সচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করন, ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্রে প্রতিমাসে সন্তোষজনক আয় অর্জন ও নিয়মিত নাগরিকদের সেবা প্রদান নির্বাচিত পরিষদের এক বছরের মধ্যে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় জামে মসজিদের কাজ সম্পন্ন করা হয়েছে। সকল ক্ষেত্রে ইউনিয়নের নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত ৬ কোটি ৩০ লক্ষ টাকার বাজেট বর্ধিত করে ৮ কোটি ৩০ লক্ষ টাকা করা হয়েছে। বাজেটের অধিকাংশ প্রতিশ্রুতি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাকে বিশেষ করে গণমাধ্যম কর্মীরা সকল ক্ষেত্রে সহযোগিতা করায় সাতবাঁক ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন, শিক্ষার উন্নয়ন সহ সকল ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সৃষ্টি হয়েছে। মতবিনিময় সভায় ইউপির চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড ও সরকারের প্রাপ্ত সকল সুযোগ সুবিধা নাগরিকদের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন মতামত তুলে ধরলে চেয়ারম্যান পলাশ বলেন, আমি উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম করলে আপনারা তা মিডিয়ায় তুলে ধরবেন। সাংবাদিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন, সবুজ সিলেটের প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালাবাদের প্রতিনিধি শাহীন আহমদ, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আলা উদ্দিন আলাই, যুগভেরী পত্রিকার প্রতিনিধি সুজন চন্দ অনুপ, সন্ধ্যা বানীর প্রতিনিধি মুমিন রশিদ, কানাইঘাট ভিউ ২৪ কমের প্রকাশক আহমেদুল কবির মান্না। ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, বিশিষ্ট সমাজসেবী হাজী আলা উদ্দিন ডিলার, ইউপি সচিব সুরজিৎ চন্দ্র দেব, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আব্দুন নুর, ছাব্বির আহমদ, শায়িকুল আলম, জাহাঙ্গীর শামীম কামরুল, নজরুল ইসলাম, রইছ উদ্দিন, হেলাল উদ্দিন মামুন, ফারুক আহমদ, ইউপি সদস্যা সালমা বেগম, আয়াতুন নেছা, ফাতেমা বেগম, ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিন্ময় কুমার চন্দ্র, মোঃ আবুল হারিছ। মতবিনিময় শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ জাতির অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করেন সাতবাঁক ইউপি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওঃ বদরুল হক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়