Saturday, August 12

কানাইঘাটে হাতি দিয়ে টাকা আদায়


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে হাতি দিয়ে টাকা আদায় করছেন মাহুত। গতকাল শুক্রবার জুমার নামাজের পর কানাইঘাট বাজারে একজন মাহুত তার হাতি দিয়ে দোকানে দোকানে সালাম জানাচ্ছেন। আর এই সালামের জবাবে দোকানদারদের টাকা দিতে হচ্ছে। হাতিটির মাহুত কানাইঘাট পৌর শহরের বিভিন্ন দোকানের সামনে হাতিটিকে দাঁড় করাচ্ছেন। এরপর হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানের মালিক বরাবর। অনেকেই
হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা। তখন হাতিটি টাকা তুলে দিচ্ছে তার পিঠে থাকা মাহুতের কাছে। এভাবে কেন
হাতি দিয়ে টাকা আদায় করছেন জানতে চাইলে হাতির মাহুত কানাইঘাট নিউজকে বলেন, ভাই আমরা গরীব মানুষ,নারায়নগঞ্জ থেকে সিলেটে সার্কাস দেখাতে আসছি, আমি কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করছিনা। মানুষ খুশি হয়ে যা দেয়, তাই গ্রহণ করে আমার হাতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়