Wednesday, August 30

সমস্যায় জর্জরিত কানাইঘাটের লক্ষীপ্রসাদ আইডিয়াল একাডেমী


আলিম উদ্দিন আলিম: কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লক্ষীপ্রসাদ আইডিয়াল একাডেমী নানা সমস্যায় জর্জরিত। এলাকাবাসীর সাহায্যে ও সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসীর সহযোগিতায় ৩ বিঘা জমির উপর ২০১৫ ইং সালের জানুয়ারি মাসে ৬ষ্ট শ্রেণীতে ৮৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয় । বিদ্যালয়টিতে প্রথমত ৩টি শ্রেণী কক্ষ নির্মাণ করা হলেও এরমধ্যে ১টি কক্ষকে অফিস কক্ষ এবং অন্য ২টি কক্ষকে শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বিদ্যালয়টি আধাঁপাকা ভাবে নির্মিত হয়ে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া ২০১৬ইং সাল থেকে ৭ম শ্রেণী চালু হয় উক্ত বিদ্যালয়ে। বর্তমানে নিয়মিত পাঠদান করে আসছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ে মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১১০জন থাকায় শিক্ষার্থীরা খুব কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়টি বিদ্যুৎ বিহীন থাকার কারণে শিক্ষার্থীরা অন্ধকারের মধ্যে তাদের পাঠদান কার্যক্রম চালাচ্ছেন। তাই প্রতি শ্রেণীকে ২টি শাখায় বিভক্ত করে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৪জন শিক্ষক রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রীদের তুলনায় শিক্ষক স্বল্পতা রয়েছে। এছাড়া বিদ্যালয়ে ভবন স্বল্পতা, আসবাবপত্র সংকট রয়েছে। তাই চলতি বছরে আরো ২টি শ্রেণী কক্ষ অতি জরুরী হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত বিদ্যালয়ে সরকারি কোন অনুদান বরাদ্ধ করা হয়নি। স্থানীয়ভাবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। এদিকে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ শামিম উদ্দিন জানান, অবহেলিত লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি এলাকায় শিক্ষার উন্নয়নে আমরা স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে একটি বিদ্যালয় স্থাপন করেছি। যেটিতে বর্তমানে বহু ছাত্র/ছাত্রী নিয়ে পাঠদান কার্যক্রম চলছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, আসবাবপত্র স্বল্পতা ও ভবন স্বল্পতা রয়েছে। আশাকরি, আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নে সবাই আন্তরিক ভাবে সহযোগিতা করবে। এদিকে বিদ্যালয়টিতে একটি ভবন নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়