Thursday, August 31

জকিগঞ্জে জাকির হুসেইন হিফজুল কোরআন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ


কানাইঘাট নিউজ ডেস্ক: জকিগঞ্জে এম জাকির হুসেইন হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দস আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, আব্দুল লতিফ লতু মিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিল্পপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম. জাকির হুসেইন। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথিসহ সর্বস্থরের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ ক্বোরআন প্রতিযোগীতার উদ্যোগ নিয়েছে। এই প্রতিযোগীতার মাধ্যমে মানুষ আল ক্বোরাআনের প্রতি মনোযোগী হবে। দুনিয়ার কোন উদ্দেশ্য হাসিল করতে আমি এ আয়োজন করিনি। আমি এই এলাকার সন্তান হিসেবে ধর্মীয় যেকোন অনুষ্ঠানে আমার সহযোগীতা অব্যাহত থাকবে। আমি সারাজীবন ইসলামের খেদমত করে যেতে চাই। জাকির আরও বলেন, প্রতিটি এলাকায় এভাবে ক্বোরআন প্রতিযোগীতা করা হলে মানুষ ধীরে ধীরে অন্যায় অবিচার পরিহার করে আল ক্বোরআনের শিক্ষাকে কাজে লাগিয়ে শিক্ষিত ও সভ্য সমাজ গড়তে আগ্রহী হবে। তরুণ শিল্পপতি হিসেবে ব্রিটেনে প্রাপ্ত অ্যাওয়ার্ড বাঙালি কমিউনিটিকে গর্বিত করেছে উল্লেখ করে তিনি বলেন, তার জীবনের সকল সাফল্যের পেছনে রয়েছে মা-বাবার দোয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী আব্দুল মতিন, মুফতি আবুল হাসান ও মাওলানা রায়হানুদ্দীন, রেজাউল করিম রাজু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ডালিম, জাপা নেতা নজমুল ইসলাম, হেলাল উদ্দিন লস্কর, আব্দুল মালিক, আব্দুল জলিল জালাল, আব্দুল মতিন মেম্বার, আলী হুসেন, মহানগর জাপা নেতা ইউসুফ সেলু, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ হুসেইন, জেলা যুব সংহতি নেতা মর্তুজা আহমদ চৌধুরী, উপজেলা যুবসংহতির সাবেক আহবায়ক ও মাদ্রাসা কমিটির সভাপতি জালাল উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার প্রচার সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ আলম, যুবনেতা, মুহিবুর রহমান, আব্দুল আহাদ, তাজুল ইসলাম, হাসানুল আলম হাছনু, রুবেল আহমদ, মিনাজ আহমদ, সাহিদুর রহমান জীবন, সুফিয়ান আহমদ, হাসান আহমদ, আজির উদ্দিন, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি সালমান আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্রনেতা আজমল হুসেন, আবজল চৌধুরী প্রমূখ। প্রতিযোগীতা শেষে বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়