
কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবে আসন্ন হজ পালন করতে গিয়ে মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
খুলনার আবুল হোসেন শেখ (৬১), বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), পাবনার আবদুর সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।
স্থানীয় সময় বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।
পাবনা জেলার চাদমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুর সাত্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মক্কা আল মুকাররমায় । তার পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।
স্থানীয় সময় বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর জেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কা আল মুকাররমায় তার হোটেলে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।
সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
খুলনার আবুল হোসেন শেখ (৬১), বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), পাবনার আবদুর সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।
স্থানীয় সময় বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।
পাবনা জেলার চাদমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুর সাত্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মক্কা আল মুকাররমায় । তার পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।
স্থানীয় সময় বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর জেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কা আল মুকাররমায় তার হোটেলে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।
সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়