Friday, August 25

স্ত্রীর মরদেহ নিয়ে হেঁটে যাওয়া সেই স্বামী এখন লাখপতি!

স্ত্রীর মরদেহ নিয়ে হেঁটে যাওয়া সেই স্বামী এখন লাখপতি!

কানাইঘাট নিউজ ডেস্ক: মৃত স্ত্রীর দেহ সৎকারের জন্য নিজের গ্রামে নিয়ে যাওয়ার কোনও উপায় ছিল না দরিদ্র দানা মাঝির। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাকুতি মিনতি করেও কোনও গাড়ির ব্যবস্থা করতে পারেননি তিনি।

কোন উপায় না পেয়ে স্ত্রীর দেহ একটা মাদুরে মুড়ে কাঁধে নিয়ে তিনি রওনা দেন ৬০ কিমি দূরে অবস্থিত গ্রামের উদ্দেশে। যদিও পুরোটা পথ হেঁটে যেতে হয়নি তাকে। ১০ কিমি পথ পেরনোর পরেই স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে যায় জেলা প্রশাসন। শববাহী গাড়ির ব্যবস্থা করে তারা।

ঘটনাটি ২০১৬ সালের আগস্ট মাসের। তখন এই ঘটনাটি গোটা ভারতে সাড়া ফেলেছিল। ওড়িশার কালাহান্ডি জেলার বাসিন্দা দরিদ্র দানা মাঝি স্ত্রীকে হারিয়েছিলেন সেই সময়ই।

ঠিক এক বছর আগে ২৪ আগস্ট মারা গিয়েছিলেন দানা মাঝির স্ত্রী। জানা যাচ্ছে, সেই কপর্দকহীন মানুষটি এক বছরের মধ্যেই হয়ে গিয়েছেন বিরাট ধনী।

মূলত নিদারুণ ট্র্যাজেডির পরে বহু মানুষ ও সংস্থা এগিয়ে এসেছে তাকে সাহায্য করতে। বাহরিনের প্রধানমন্ত্রী একাই ৯ লক্ষ টাকার চেক দেন তাকে। পান আরও সাহায্য। ওড়িশা সরকার তাকে ইন্দিরা নিবাস যোজনার অধীনে একটি বাড়ির ব্যবস্থা করে দেয়।

সব মিলিয়ে আজ তার ব্যাংকে জমা অর্থের পরিমাণ ৩৭ লক্ষ টাকা। এবং তার তিন মেয়েই ভুবনেশ্বরের স্কুলে ভর্তি হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়