Tuesday, August 1

'১৫ আগস্টকে সামনে রেখে চাঁদাবাজির খবর পেলেই ব্যবস্থা'

'১৫ আগস্টকে সামনে রেখে চাঁদাবাজির খবর পেলেই ব্যবস্থা'

কানাইঘাট নিউজ ডেস্ক: ১৫ আগস্টকে সামনে রেখে চাঁদাবাজির কোনো খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা টেক্সবার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের রক্তে ভেজা ভয়াল আগস্ট আমাদের দুয়ারে সমাগত। এই মাসের শোকাবহ ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ জানাই। এই মাসে যেন বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে কোনো ধরনের অপকর্মের মাধ্যমে কেউ যেন বঙ্গন্ধুর স্মরণকে ম্লান করতে না পারে।’

তিনি বলেন, ‘১৫ আগস্টকে সামনে রেখে একটি চক্র মেতে ওঠে চাঁদাবাজিতে। এই অপকর্ম যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেশবাসীকে বলছি, আপনারা আমাদের পার্টি অফিসে খবর দেবেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এ ধরনের অপকর্ম সহ্য করা হবে না। পয়সা না থাকলে আমাদের কাছে চাইবেন।’

আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার কোনো কারণ নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু ভাষণ দিয়ে মানুষের মন জয় করা যায় না। মন জয় করতে হয় উন্নয়ন ও আচরণ দিয়ে। কোন সাফল্যের চিহ্ন দেখে বাংলার জনগণ বিএনপিকে ভোট দেবে? বিএনপি ক্ষমতায় গেলে আবার লুটপাটের হাওয়া ভবন বানাবে।’

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হওয়ার পরামর্শ দিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, “আমরা যেন নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হই। বিএনপিকে ডুবানোর জন্য এখন আমাদের দরকার নেই। তারা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে।”
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়