Monday, July 31

কানাইঘাটে ৩০০ টাকার জন্য যুবক খুন


নিজস্ব প্রতিবেদক: মাত্র ৩ শত টাকার জন্য কানাইঘাট সুরাইঘাট বাজারে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এক যুবককে ধারালো চাকু দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের মন্তাজ আলীর পুত্র পাথর শ্রমিক হারুন আহমদ (৩৫) কে একই গ্রামের আফতাব উদ্দিনের পুত্র সুমন আহমদ (২৬) সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৩শত টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় হারুন আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত এলাকার লোকজন জানিয়েছেন, ঘাতক সুমন আহমদ নিহত হারুন আহমদের ভগ্নিপতি একই ইউপির নিহালপুর আমটিলা গ্রামের কবির আহমদের কাছে ঋণ বাবদ ৩ শত টাকা পাওনা ছিল। সোমবার রাতে সুরইঘাট বাজারে গিয়ে সুমন আহমদ তার ৩ শত টাকা দেওয়ার জন্য কবির আহমদকে চাপ দিলে কবির আহমদের শ্যালক হারুন আহমদ সুমন আহমদের কাছে সময় চাইলে সে ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু বের করে হারুন আহমদকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে সুরইঘাট বাজারের পুরান ব্রীজের পাশে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এসময় ভগ্নিপতি কবির আহমদ সহ বাজারের উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় হারুন আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মাত্র ৩ শত টাকার জন্য এলাকার নিরীহ দরিদ্র হারুন আহমদকে নির্মম ভাবে হত্যার ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আলিম উদ্দিন সহ এলাকার লোকজন হাসপাতালে এসে ভীড় জমান। ঘটনাটি জানার পর দ্রুত কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ ঘটনাস্থলে ছুটে যান এবং এ হত্যাকান্ডের সাথে জড়িত সুমন আহমদকে গ্রেফতার করার জন্য সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ঘাতককে ধরতে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এলাকায় তৎপরতা চালাচ্ছেন। এছাড়া থানার ওসি (তদন্ত) নুনু মিয়া হাসপাতালে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর সিলেট সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। ঘাতক সুমন আহমদকে গ্রেফতার করার জন্য থানার ওসি স্যারের নেতৃত্বে এলাকায় অভিযান চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়