Sunday, July 30

রিয়াল থেকে আর কাউকে ছাড়তে চাই না: জিদান

রিয়াল থেকে আর কাউকে ছাড়তে চাই না: জিদান

কানাইঘাট নিউজ ডেস্ক: দলবদলের পালায় গ্যারেথ বেলের ভবিষ্যত অনিশ্চিত বলে গুঞ্জন রয়েছে। তারকা এই উইঙ্গারের প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ আছে বলে খবর পাওয়া গেছে। তবে আর কোনো খেলোয়াড়কে ছাড়তে চান না জিনেদিন জিদান।

এদিকে মোনাকোর কিলিয়ান এমবাপেকে ১৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে দলে ভেড়াতে প্রস্তুত রিয়াল। স্পেন ও ইংল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

আর এই বিশাল অঙ্কের অর্থ যোগাতে ওয়েলশের ফরোয়ার্ড বেলকে বিক্রি করে দিতে পারে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি।

দলে কারোর ভবিষ্যতের নিশ্চয়তাও দিতে পারছেন না জিদান। তবে তিনি চান না, আলভারো মোরাতা, হামেস রদ্রিগেস, দানিলো ও পেপেদের মতো আর কেউ চলে যাক।

সংবাদ সম্মেলনে জিদান বলেন, 'এই দল নিয়ে আমি নির্ভার ও খুশি। আমাদের সেরা দল আছে। আমরা জিতেছি এবং আবারও আমরা একই রকম করতে চাই'।

'দলটি খুব ভালো এবং আমি কোনো পরিবর্তন চাই না। একমাত্র ক্রিস্তিয়ানো রোনালদো প্রাক-মৌসুমে আমাদের সঙ্গে নেই। কিন্তু আমরা জানি, এটা কঠিন একটি বছর হতে যাচ্ছে। সবাই জিততে চাইবে'।

পর্তুগালের হয়ে কনফেডারেশন্স কাপ খেলার পর ছুটি বাড়িয়েছেন রোনালদো। তাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বার্সেলোনার বিপক্ষে খেলবেন না ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের সবচেয়ে বড় খেলোয়াড়কে না পেলেও সমস্যা দেখছেন না জিদান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়