Saturday, July 29

ব্র্যাডম্যান বনাম গ্যারফিল্ড

ব্র্যাডম্যান বনাম গ্যারফিল্ড

কানাইঘাট নিউজ ডেস্ক: একদিন আগেই বিশ্ব পালন করেছে ক্রিকেটের অন্যতম কিংবদন্তি স্যার গ্যারিফিল্ড সোবার্সের ৮১তম জন্মদিন।

১৯৩৬ সালের ২৮ জুলাই বার্বাডোজে জন্ম নেন সোবার্স।

যেদিন থেকে ক্রিকেট নামের একটি খেলা এই পৃথিবীতে চালু হয়, সেদিন থেকেই দু'জন ক্রিকেটারকে নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আলোচনা করেছেন।

একজন স্যার ডন ব্র্যাডম্যান, অন্যজন স্যার গ্যারফিল্ড সোবার্স। কে সেরা? স্যার ডনের হয়ে বলতে গেলে, একটা তথ্যই যথেষ্ট। তার টেস্ট ক্রিকেটে গড় ৯৯.৯৪। না, এই গ্রহে আর কোনো ব্যাটসম্যানের টেস্ট গড় স্যার ডনের ধারেকাছে আজও আসতে পারেনি। কম নেই স্যার গ্যারফিল্ড সোবার্সও। সেই আমলে মাত্র ৯৩টি টেস্ট খেলে ৮০০০ রান করেছেন। গড় প্রায় ৫৭। বল হাতেও ছিলেন উজ্জ্বল। ২৩৫টি টেস্ট উইকেটও পেয়েছেন। ৩৫ এর কম গড় নিয়ে।

স্যার গ্যারি সোবার্সের এই অলরাউন্ড পারফরম্যান্সকে ঢেকে দেওয়ার মতো কাউকে এখনো পাওয়া যায়নি। অবশ্য জ্যাক কালিসও পারফরম্যান্সের বিচারে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেই স্বীকৃতি পাবেন। কিন্তু সোবার্স শুধু রানই করতেন না। দ্রুতগতিতে রান করতেন। যার ফলে, তার দল ম্যাচ জেতার সুযোগও পেত বেশি। ক্রিকেটে ৬ বলে ৬টি ছক্কা মারেন প্রথম গ্যারিই। তাই যেমন ব্র্যাডম্যান, তেমনই সোবার্স। আসলে রাজা দু'জনই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়