Saturday, July 29

'আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে'

'আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে'

কানাইঘাট নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের মূল ভবনের বর্তমান অবস্থার কথা জানাতে গিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, 'আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে।' এছাড়া নতুন ভবন নির্মাণ করা না হলে মাঠে বসে বিচারকাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আজ বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন আয়োজিত দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ''মাননীয় মন্ত্রী আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে। নতুন একটা এনেক্স ভবন না করলে মাঠে বসে বিচার কাজ করতে হবে। মাননীয় মন্ত্রী বিচার বিভাগ কিভাবে চলবে?'

তিনি আরো বলেন, নারী বিচারকদের পথ প্রদর্শক হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। পৃথিবীর যেকোন দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকেরা অগ্রগামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 'বিচারপতি নাজমুন আরা সুলতানা এ দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এদেশের বিচার বিভাগের অহংকার। তাকে অনুসরণ করে অনেক নারী এই পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন।'

অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, 'আমি আমার বিচারিক জীবনে ন্যায়বিচার করে গেছি। কখনও ইচ্ছাকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করিনি।'

নারী বিচারকদের উদ্দেশে তিনি বলেন, 'প্রিয় নারী বিচারকেরা মনে রাখবেন বিচারকের জীবন মানেই ন্যায় বিচারের দায়িত্ব কাঁধে নেয়া। আর এই দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের।'

অনুষ্ঠানে উপস্থিত প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে উচ্চ আদালতে নারী বিচারপতির সংখা বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও দেশের নারী বিচারকরা উপস্থিত ছিলেন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়