Friday, June 9

ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

কানাইঘাট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটি করেছেন গ্যাব্রিয়েল মেককাদো। এদগার্দো বাউজার বিদায়ের পর নতুন কোচ হোর্হে সাম্পাওলির অধীনে এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৫ মিনিটে। আর্জেন্টিনার সেরা তারকা মেসি আজ খেললেও ব্রাজিল তারকা নেইমার ছিলেন না।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ডি মারিয়াকে দারুণ এক পাস দিয়েছিলেন পাওলো দিবালা। কিন্তু ডি মারিয়ার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ১৮ মিনিটে সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু বল ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ওগাস্টো।

প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশ বল দখলে ছিল আর্জেন্টিনার। কিন্তু লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, দিবালারা গোলের দেখা পাননি।

প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মেরকাদো। প্রথমে ডি মারিয়ার ক্রস থেকে নিকোলাস ওটামেন্ডির হেড পোস্টে লেগে ফিরেছিল। ছয় গজ বক্সে বল পেয়ে জালে জড়িয়ে দেন মেরকাদো।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে সুযোগ হারায় সেলেসাওরা। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি ফার্নান্দো। তার শট পোস্টে লেগে ফেরে। ফিরতি বল পেয়ে শট নিয়েছিলেন উইলিয়ান। কিন্তু তার শটও পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়