
কানাইঘাট নিউজ ডেস্ক: ছোট
পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে
অভিনেত্রী মেহজাবীনকে। ‘নীল আবরণ’ শিরোনামের নাটকের মধ্য দিয়ে প্রথমবারের
মতো তারা একসঙ্গে অভিনয় করেছেন।
জাফরীন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাট্যকার জাফরীন সাদিয়া বলেন, 'নাটকে দেখা যাবে রিশা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী'। খুব পড়ুয়া, সারা দিন বই নিয়েই সে থাকে। একদিন ভার্সিটির লাইব্রেরিতে বই পড়তে গিয়ে বইয়ের ভেতরে একটা খাম পায় সে। তার ওপরে লেখা থাকে ‘আর্জেন্ট’। বইটি শেষ কার কাছে গিয়েছিল, তা বের করে রিশা। এর পর সে জানে সেই মানুষটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। ঠিক মানুষটির হাতে খামটি তুলে দিতে চায় রিশা। এভাবেই এগোতে তাকে নাটকের কাহিনী।
শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
জাফরীন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাট্যকার জাফরীন সাদিয়া বলেন, 'নাটকে দেখা যাবে রিশা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী'। খুব পড়ুয়া, সারা দিন বই নিয়েই সে থাকে। একদিন ভার্সিটির লাইব্রেরিতে বই পড়তে গিয়ে বইয়ের ভেতরে একটা খাম পায় সে। তার ওপরে লেখা থাকে ‘আর্জেন্ট’। বইটি শেষ কার কাছে গিয়েছিল, তা বের করে রিশা। এর পর সে জানে সেই মানুষটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। ঠিক মানুষটির হাতে খামটি তুলে দিতে চায় রিশা। এভাবেই এগোতে তাকে নাটকের কাহিনী।
শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়