কানাইঘাট নিউজ ডেস্ক: রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন হয়ে
পড়েছে সড়ক যোগাযোগ, চরম ভোগান্তিতে মানুষ। এমন অবস্থায় এলাকার পাশে থাকা
সেনাবাহিনী এসে উদ্ধার কাজ চালান। কিন্তু স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে
প্রাণ দিলেন ৬ সেনা।
স্থানীয়রা জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পড়ে যান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জনের লাশ আনা হয়েছে। তাদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পড়ে যান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জনের লাশ আনা হয়েছে। তাদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি।
এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে
হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও প্রাকৃতিক
দুর্যোগে তা সম্ভব হয়নি। আহতদেরকে মানিকছড়ি থেকে রাঙ্গামটিতেও নেওয়া যাচ্ছে
না। ফলে তাদেরকে স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও
আশঙ্কাজনক বলে জানা যায়।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়