Sunday, June 4

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আহত চান মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির নিজ গাছবাড়ী গ্রামে গৃত বৃহস্পতিবার বাঁশের লারে কাপড় শুকানো নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত চান মিয়া (৫০) সিলেট সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৯টার দিকে মারা গেছেন। এ ঘটনায় নিহতের ছোট বোন মিনা বেগম (৪৫) বাদী হয়ে একই গ্রামের রফিকুল হকের পুত্র আলাউর রহমান (২৫) ও তার ভাই হেলাল উদ্দিন (২০) কে আসামী করে কানাইঘাট থানায় রবিবার হত্যা মামলা দায়ের করেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার নিজ বাড়ীর বাঁশের লারে কাপড় মেলা নিয়ে নিহত চান মিয়ার সাথে একই বাড়ীর রফিকুল হকের পুত্র আলাউর রহমান ও হেলাল উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিক গ্রামের মুরব্বীয়ানরা নিষ্পত্তি করে দেন। কিন্তু ঐ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান মিয়া বাড়ী সংলগ্ন গাছবাড়ী চৌমোহনী পয়েন্টে কেনাকাটার জন্য গেলে তার উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালায় সহোদর ভাই হেলাল ও আলাউর রহমান। নিহতের স্বজনরা জানিয়েছেন, এ দুই ভাই এলোপাতাড়ী ভাবে ধারালো অস্ত্র দিয়ে চান মিয়া ডান হাতের বাহুতে এবং বাম পায়ে গোড়ালীতে মারাত্মক রক্তাক্ত জখম ও মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় চান মিয়ার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে ঐদিন সিলেট সিওমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান চান মিয়া। এব্যাপারে কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন, চান মিয়া প্রতিপক্ষের হাতে আহতের পর চিকিৎসাধীন অবস্থায় সিওমেক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়