Sunday, June 4

কানাইঘাটে এনাম ডাকাত আটক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজারে রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চুরির প্রস্তুতি নেওয়ার সময় বাজারের নৈশ্য প্রহরীদের ধাওয়া খেয়ে এক পেশাদার সিদকে চোরকে স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে আটক করে। পরে কানাইঘাট থানা পুলিশ জনতার কবল থেকে এই পেশাদার চোরকে উদ্ধার করে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, কানাইঘাট সদর ইউপির গৌরিপুর গ্রামের সাদেকুল হক @ সফই মিয়ার পুত্র এক সময়ের ডাকাত বর্তমানে পেশাদার সিদকে চোর ডাকাতি ও গরু চুরি সহ বেশ কয়েকটি মামলার আসামী এনাম উদ্দিন (২৮) তার কয়েকজন সহযোগী নিয়ে কানাইঘাট বাজারে রবিবার রাত সাড়ে ৩টার দিকে চুরির প্রস্তুতি নিলে নৈশ্য প্রহরীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এনাম উদ্দিন ও তার সহযোগীরা ডালাইচর গ্রাম দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন তাদের ধরার জন্য পিছু নেন। এ সময় এনাম উদ্দিন ডালাইচর গ্রামের মৃত মতি মিয়ার পুত্র আলিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে তার আত্ম চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে এনাম উদ্দিনকে ধরে ফেলেন। এসময় তাকে গণধোলাই দিয়ে গ্রামের লোকজন আলিম উদ্দিনের বাড়ীতে আটক করে রাখলে খবর পেয়ে তাৎক্ষণিক থানার এএসআই হারুন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাত এনাম উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত এনাম উদ্দিনের কাছ থেকে তালা ও পাকা দেওয়াল কাটার একটি আধুনিক শব্দবিহীন ঢিল মিশিন উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানার ওসি মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন, এনাম উদ্দিনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কানাইঘাট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে পূর্বে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির সাথে এনাম উদ্দিন জড়িত রয়েছে, সে বোরকা পরে রাম দা হাতে নিয়ে দীর্ঘদিন থেকে বাজার এলাকায় ঘুরাফেরা করে চুরি করত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়