Sunday, June 4

কানাইঘাটে সুরমা ডাইক পরিদর্শন করলেন জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার কানাইঘাটে পৌরসভার ডালাইচর-গৌরিপুর-কান্দেপুর সুরমা ডাইকের ভয়াবহ ভাঙন এলাকা আবারো পরিদর্শন করেছেন। রোববার জেলা প্রশাসক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গৌরিপুর ডাইকের ভাঙন প্রতিরোধে শুরু হওয়া কাজ তদারকি করেন। জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন নিজ নিজ এলাকার নদী ভাঙন প্রতিরোধে সাথে সাথে জনপ্রতিনিধিরা এলাকার মানুষকে উদ্ধুদ্ধ করে সেচ্চাশ্রমের বিনিময়ে নিজেদের জীবন রক্ষা এবং নদী ভাঙনের কবল থেকে রাস্তাঘাট ও ফসলি জমি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি তার প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিকদের জানান ডালাইচর-গৌরিপুর ও কান্দেপুর সুরমা ডাইকে ভাঙন দেখা দিলে আমি গত ১৮ এপ্রিল উক্ত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেই। কিন্তু প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে ১৫ লক্ষ টাকা বরাদ্ধ করা হলেও কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা প্রকাশ করে। নিজ এলাকার ভাঙন প্রতিরোধে অবশ্যই জনপ্রতিনিধিরা আন্তরিকতার সহিত উদ্যোগ গ্রহণ করলে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। গৌরিপুর ভাঙন কবলিত সুরমা ডাইকে কাজ বাশের গড় ও বালুর বস্তা ফেলে শুরু হয়েছে। আমি নিজে কাজের তদারকি করবো। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড সিলেটের বিভাগীয় উপ-প্রকৌশলী আব্দুল লতিফ, উপ-প্রকৌশলী আব্দুল মতিন, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, কানাইঘাট উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার তাজ উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল হক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন মিয়া, মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস’র কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিন আলিম, উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপু, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা মুমিন রশিদ, উপজেলা জাপা নেতা জয়নাল আবেদীন প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়