Wednesday, May 24

কানাইঘাটে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্ত করণ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে উপজেলার সুন্দ্রাকাশি ও ডালাইচর প্লাবন ভূমিতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় রুই ও দেশীয় প্রজাতির ২৭০.২৭১ কেজি পোনা সুন্দ্রাকাশিতে ও ২৬৮.৪৫৭ কেজি পোনা মাছ ডালাইচর প্লাবনভুমিতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোশারেফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্ত করণ প্রকল্পের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মৎস্য অফিসের সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকার ও সোহেল আহমদ প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার উপজেলার শুকনা মাগুরী বিলে ও আগামী রবিবার মাটি ছুড়া হাওরে মাছের পোনা অবমুক্ত করা হবে। উপজেলার এ ৪টি স্থানে মোট ৫লক্ষ টাকার পোনা মাছ অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়