Wednesday, May 24

কানাইঘাটে সুরমা নদীর ভাঙ্গন প্রতিরোধে খতমে কোরআন ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক:কানাইঘাট সুরমা নদীর ভাঙ্গন প্রতিরোধে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইকে ভয়াবহ নদী ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। দিন দিন সুরমা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় ইতিমধ্যে ডালাইচর,গৌরিপুর সুরমা ডাইকের রাস্তার বিশাল এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গন প্রতিরোধে এলাকার মানুষ নিরাশ হয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করে গণ প্রার্থনা,খতমে কোরআন মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করেন। বুধবার ডালাইচর, রায়গড়, গৌরিপুর, লক্ষীপ্রসাদসহ কয়েকটি গ্রামের সর্বস্থরের মানুষ নদী ভাঙ্গন কবলিত এলাকায় সকাল ১০টা থেকে জড়ো হন। হাজারো মানুষের উপস্থিতিতে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম এবং আলেম উলামারা নদী ভাঙ্গনের হাত থেকে কানাইঘাট উপজেলা সদর রক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করে খতমে কোরআন পাঠ করেন। এসময় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম  আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী হাজারো জনসাধারণকে নিয়ে নদী ভাঙ্গন বন্ধের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে গণ প্রার্থনা সভায় মোনাজাত করেন। প্রার্থনায় লক্ষীপুরী বলেন, হে আল্লাহ তুমি নদী ভাঙ্গনের কবল থেকে মানুষের সম্পদ ও বাড়ী ঘর রক্ষা কর। তোমার দ্বারা সবকিছু সম্ভব তুমি নদীর প্রবাহকে পরিবর্তন করে এলাকার মানুষের দুর্দশাকে লাঘব করে দাও। এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলীম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী, মাওলানা সামছুদ্দিন দুর্লভপুরী সহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এলাকাবাসী, আলিম উলামারা তাদের বক্তব্যে বলেন, ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইক রক্ষা করার জন্য ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ, বালুর বস্তা এবং পাথর ফেলার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়