Wednesday, May 24

‘সব জুয়েলার্সে অভিযান চালাতে হবে’

‘সব জুয়েলার্সে অভিযান চালাতে হবে’

কানাইঘাট নিউজ ডেস্ক: অবৈধ সোনা উদ্ধারে দেশের সব জুয়েলার্সে অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে নতুন ভ্যাট আইন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রতিনিধিদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন প্রতিনিধি ও এনবিআরের সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘রেইনট্রির ঘটনাকে কেন্দ্র করে শুধুই আপন জুয়েলার্সে অভিযান চালানো হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য জুয়েলার্সে এরূপ অবৈধ সোনা আছে কিনা তা খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশ সোনা আনার ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। কীভাবে হচ্ছে, কেন হচ্ছে তা খুঁজে বের করতে হবে। এজন্য সব গোয়েন্দাকে একসঙ্গে কাজ করতে হবে।’

রাজ্জাক আরও বলেন, ‘রেইনট্রি হোটেলে যে মদ পাওয়া গেছে, রাজধানীতে এমন অনেক হোটেল আছে যেখানে মদ পাওয়া যাবে। এটা নির্মূল সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে আনতে হবে।’
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়