Thursday, March 23

কানাইঘাট মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা বলেছেন, নারী সমাজ আর কোন দিক থেকে পিছিয়ে নেই। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মেয়েদের উপস্থিতির সংখ্যা আজ বেশি। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ প্রতিটি ক্ষেত্রে মেয়েরা উজ্জ্বল ভূমিকা রেখে দেশের অর্গ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কানাইঘাট মহিলা কলেজের শিক্ষার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মাধ্যমে এ অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট মহিলা কলেজের ২০১৭ ব্যাচের এইচএসসি পরিক্ষার্থীদের বিধায় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক আকতার ফারুক ও শামিম আহমদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট পাবলীক হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন ভরসা, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, পাবলীক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া। উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস, এর কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, মুমিন রশিদ, জুনেদ হাসান জিবান, কলেজের ভুমিদাতা আলিম উদ্দিন, রোটারিয়ান ইকবাল হোসেন। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক শামিম আহমদ, প্রভাষক মাসুম আহমদ, একাদশ শ্রেনীর ছাত্রী জান্নাত জাহান, দাদ্বশ শ্রেনীর বিদায়ী শিক্ষার্থী তাহমিনা বেগম, সুহাদা বেগম প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা দেশাত্ববোধক মনমোগ্ধকর গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন। বিদায়ী দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের সম্মানে কেক কাটা হয় এবং সম্মাননা মানপত্র অতিথি বৃন্দ তুলে দেন তাদের হাতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়