নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সকাল ১১টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ফালজুর গ্রামের কালিবাড়ী বামজংগা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি বাবু দূর্গা কুমার দাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ শর্মার পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাজ মাধব চক্রবর্তী মানস। বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার এড. প্রদীপ ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মদন মোহন বিশ্ব বিদ্যালয়েরর অধ্যাপক রজত ভট্টাচার্য, জেলা শাখার নেতা গোপিকা সেন, জ্যোর্তিময় বিশ্বাস, ধনঞ্জয় দাস দনূ। বক্তব্য রাখেন, উপজেলা পৌঁজা উদযাপন পরিষদের সভাপতি চিত্রশিল্পী বানু লাল দাস সাধারণ সম্পাদক, ভজন লাল দাস সহ উপজেলা হিন্দু-বন্ধু খ্রিষ্টান এক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে কানাইঘাট ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকাকে সভাপতি ও রিংকু চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করেন জেলা নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়