নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, বরেণ্য আলেমেদ্বীন আল্লামা আব্দুল মতিন বলেছেন, আজ সারাবিশ্বে ইসলাম ও মুসলমান বিদ্বেষীরা ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আল্লামা মতিন বলেন, ইসলাম বিদ্বেষী চক্র সুকৌশলে কোন কোন ক্ষেত্রে বিভিন্ন ছদ্ম নামে সংগঠন করে জঙ্গিবাদী অপতৎপরতা চালাচ্ছে, যা ইসলাম কোন ভাবেই সমর্থন করে না। তিনি আরো বলেন, বিশ্ব মুসলমানদেরকে সর্বদা সচেতন থাকতে হবে, যাতে করে ঐ জঙ্গিবাদীরা তাদের কোন প্রকার ষড়যন্ত্রে আমাদেরকে ব্যবহার করতে না পারে। আজ বিশ্ব মুসলিমরা সকল প্রকার তন্ত্রমন্ত্র পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে শুরু করেছে। অনেক অমুসলিম দেশে দলে দলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। আর এসকল অবদান হচ্ছে দারুল উলূম দেওবন্দের। দারুল উলূম দেওবন্দই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা
পালন করে আসছে। তিনি আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) কে বাংলাদেশের একজন উজ্জ্বল তারকা আখ্যা দিয়ে বলেন, তার জীবনাদর্শ আমাদের জন্য অনূকরনীয় হয়ে থাকবে ইনশাহআল্লাহ। আজ বুধবার বিকেলে সিলেটের সর্ব বৃহৎ ইসলামী ওয়াজ মাহফিল শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) এর পূণ্যস্মৃতি বিজড়িত দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জামেয়ার মহা-পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় বিশাল মাহফিলে বয়ান পেশ করেন, শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা আহমদ আলী শায়খে চিল্লা, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওঃ আব্দুল কাইয়ুম সোবহানী ঢাকা, মাওঃ হাফিজ হারুনুর রশীদ উজানীপাড়ী, মাওঃ মুবশ্বির আলী, মাওঃ রশিদ আহমদ, মাওঃ শিহাব উদ্দিন বড়চতুলী, মাওঃ আজমত উল্লাহ, মাওঃ আব্দুল জব্বার, মাওঃ মখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওঃ আব্দুল আজিজ মাহবুব, মাওঃ রশিদ আহমদ ফারুক সহ প্রায় শতাধিক উলামায়ে কেরাম। মাহফিলে বিগত সনের দাওরায়ে হাদিস ও হিফজ্ বিভাগের ৭০ জন আলেম ও হাফেজগণকে দস্তারে ফজিলত প্রদান করা হয়। দস্তারে ফজিলত অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার নাইবে শায়খুল হাদীস আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী। বার্ষিক মাহফিল উপলক্ষ্যে মাদ্রাসার আল-মুশাহিদ (রহ.) ছাত্র সংসদের ব্যবস্থাপনায় একটি আল-মুশাহিদ বুলেটিন স্মারক প্রকাশ করা হয়। স্মারকটির মোড়ক উন্মোচন করেন, মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী। মাহফিলে দুই লক্ষাধিক মুসল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা হলেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মেয়র নিজাম উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা জাপা নেতা আব্দুশ শহিদ লস্কর বশির, বিশিষ্ট রাজনীতিবিদ এড. আব্দুর রহিম, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, জেলা পরিষদ ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বাণীগ্রাম ইউ'পি চেয়ারম্যান মাসুদ আহমদ,সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বিশিষ্ট রাজনীতিবিদ মাসুক আহমদ, কিউএম ফররুখ আহমদ ফারুক, জাপা নেতা সাইফ উদ্দিন মানিক সহ অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়