Saturday, February 11

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে গত ২৪ ঘন্টায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে।

শনিবার স্থানীয় উর্দু সংবাদমাধ্যম একথা জানায়।

জিও নিউজের খবরে বলা হয়, প্রদেশের মাসতুং জেলায় একটি প্রাইভেট কার একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়ায় পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়।

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সাথে প্রাইভেট কার ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে। একটি বড় বাঁক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির পাঁচ আরোহীর সকলে প্রাণ হারায়।

বেলুচিস্তান প্রদেশের কিলা আব্দুল্লাহ জেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে। ট্রাকের সাথে একটি গাড়ি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গাড়িতে ছয়জন যাত্রী ছিল। তারা প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল।

প্রদেশের কালাত জেলায় তৃতীয় দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও অপর ১০ জন আহত হয়। যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। আহত সকলকে কাছের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়