কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে গত ২৪ ঘন্টায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে।
শনিবার স্থানীয় উর্দু সংবাদমাধ্যম একথা জানায়।
জিও নিউজের খবরে বলা হয়, প্রদেশের মাসতুং জেলায় একটি প্রাইভেট কার একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়ায় পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়।
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সাথে প্রাইভেট কার ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে। একটি বড় বাঁক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির পাঁচ আরোহীর সকলে প্রাণ হারায়।
বেলুচিস্তান প্রদেশের কিলা আব্দুল্লাহ জেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে। ট্রাকের সাথে একটি গাড়ি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গাড়িতে ছয়জন যাত্রী ছিল। তারা প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল।
প্রদেশের কালাত জেলায় তৃতীয় দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও অপর ১০ জন আহত হয়। যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। আহত সকলকে কাছের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার স্থানীয় উর্দু সংবাদমাধ্যম একথা জানায়।
জিও নিউজের খবরে বলা হয়, প্রদেশের মাসতুং জেলায় একটি প্রাইভেট কার একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়ায় পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়।
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সাথে প্রাইভেট কার ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে। একটি বড় বাঁক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির পাঁচ আরোহীর সকলে প্রাণ হারায়।
বেলুচিস্তান প্রদেশের কিলা আব্দুল্লাহ জেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে। ট্রাকের সাথে একটি গাড়ি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গাড়িতে ছয়জন যাত্রী ছিল। তারা প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল।
প্রদেশের কালাত জেলায় তৃতীয় দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও অপর ১০ জন আহত হয়। যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। আহত সকলকে কাছের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়