Monday, February 13

কানাইঘাটে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবাগত নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবুল হারিছ, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভায় বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা ও কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় উপজেলার আইন শৃঙ্খলার বিগত মাসের রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এবং আইন শৃঙ্খলার উন্নয়নে ব্যাপক আলোচনা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়