Friday, February 24

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে নিহত ৩
কানাইঘাট নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার বিকেলে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় বাস উল্টে গিয়ে বিলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলার বাবুডাইং পিকনিক স্পট থেকে ফেরার পথে দুটি বাসের মধ্যে সামনের বাসটি এ দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার নয়দিয়াড়ি সিরোটোলা গ্রামের মৃত জহুরুদ্দিন মন্ডলের ছেলে এন্তাজুল মন্ডল, একই এলাকার মৃত রাশিদ আলীর ছেলে হাশিম আলী এবং নজরুল ইসলামের ছেলে আব্দুল করিম।

আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের লাল মোহাম্মদের ছেলে অব. সেনা সদস্য আব্দুল মালেক (৫০) ও তাঁর ভাই মোবারক হোসেন (৪৫), আজহার আলীর ছেলে মনিরুল ইসলাম (৫০), কসিম উদ্দীনের ছেলে মঞ্জুর আলী (৪০), সোহরাব আলীর ছেলে কবির আলী (৪০), ফারুক উদ্দীনের ছেলে তাইজুল ইসলাম (৫৫), জিল্লুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫০), মৃত শামসুল হকের ছেলে মো. টুকু (৪২), ইসরাফিল হক (৪০), রাঙ্গামাটি গ্রামের মনসুর রহমানের ছেলে মানিরুল (৪০), বালুগ্রাম চাইপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৪), নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক (৪২)। আহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, শুক্রবার গোমস্তাপুর উপজেলা থেকে সদর উপজেলার বাবুডাইং পিকনিক স্পটে দুটি বাসে করে পিকনিক করতে আসে প্রায় ১৪০ জন মানুষ। বিকেল চারটার দিকে পিকনিক শেষে বাবুডাইং পিকনিক স্পট থেকে দুটি বাসে করে ফেরার পথে সামনে থাকা বাসটি (যশোর-ব-০১৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে পৌর এলাকার মহাডাঙ্গা বিলের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে পেছনে থাকা বাসের যাত্রী ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে যোগ দেয়। পানিতে নিমজ্জিত বাসের ভেতর থেকে সাতজনকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে এন্তাজুল হক, আব্দুল করিম ও হাশিম আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ১১ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়