Monday, February 20

রজনীকান্তের নতুন ছবি

রজনীকান্তের নতুন ছবি

কানাইঘাট নিউজ ডেস্ক: সুপারস্টার রজনীকান্ত তামিল গ্যাং স্টার ছবি ‘কাবালি’র অভূতপূর্ব সাফল্যের পর আরও একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন।

তার নতুন এই ছবিটির খবর জানিয়েছেন প্রযোজক ধানুশ। আগামী মে মাসেই শুরু হবে রজনীকান্তের নতুন ছবিটির শুটিং। ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। এর প্রযোজনা-পূর্ব কাজ পুরোদমেই চলছে।

ছবিটি পরিচালনা করবেন রনজিৎ। ছবিতে নায়িকা কাস্টিং নিয়েও থাকমে চমক! ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়া হবে। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়