Tuesday, February 21

স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বে বর্তমানে অস্ত্র ব্যবসা সর্বোচ্চ: জরিপ

স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বে বর্তমানে অস্ত্র ব্যবসা সর্বোচ্চ: জরিপ

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধ পরবর্তী গত পাঁচ বছরে অস্ত্র ব্যবসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর ব্যাপক চাহিদার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানায়, ২০১২ থেকে ২০১৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রফতানির প্রায় ৪৩ শতাংশ এশিয়া ও ওশেনিয়া মহাদেশের দেশগুলোতে করা হয়। আগের ২০০৭ থেকে ২০১১ সাল মেয়াদের তুলনায় এটি ৭.৭ শতাংশ বেশি ছিল।

এ প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, স্নায়ুযুদ্ধ অবসানের পর থেকে যেকোন পাঁচ বছর মেয়াদের তুলনায় ২০১২ থেকে ২০১৬ সালে বিশ্বব্যাপী সবচেয়ে বেশী অস্ত্র ব্যবসা হয়েছে। আর এটিই সর্বোচ্চ।

এসআইপিআরআই’র অস্ত্র ও সামরিক ব্যয় কর্মসূচির সিনিয়র গবেষক পিটার ওয়েজেমান বলেন, বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতি বেশী জোর দেয় এবং এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপমুখী হয়। সূত্র: বাসস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়