Wednesday, February 15

বেতার সম্প্রচারের মাঝেই দুই সাংবাদিককে গুলি করে হত্যা

বেতার সম্প্রচারের মাঝেই দুই সাংবাদিককে গুলি করে হত্যা

কানাইঘাট নিউজ ডেস্ক: ক্যারিবিয় দেশ ডমিনিকান রিপাবলিকে সরাসরি রেডিও অনুষ্ঠান চলাকালে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাজধানী সান্তো ডমিনগোর পূর্বে সান পেড্রো ডি মাকোরিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিবিসি’র খবরে বলা হয়, এক সাংবাদিক তার অনুষ্ঠানটি ফেইসবুক লাইভেও প্রচার করছিলেন।

সেখানে দেখা যায়, গুলির শব্দ হওয়ার পর তিনি পড়ে যান এবং একজন নারী ‘গুলি করা হয়েছে’ বলে চিৎকার করছেন।

নিহত দুই সাংবাদিক হলেন, উপস্থাপক লুইস ম্যানুয়েল মেদিনা এবং রেডিও প্রডিউসার লিও মার্টিনেজ।

স্থানীয় কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তার অস্ত্রোপচার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়েও পুলিশ কিছু জানতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমে অ্যাটর্নি জেনারেল জিয়ান রদ্রিগেজ বলেন, 'তদন্ত শুরু হয়েছে। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রকৃত সত্য খুঁজে বের করার চেষ্টা করছি'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়