Monday, February 6

আমিরের সঙ্গে কাজ করতে চান বিদ্যা

আমিরের সঙ্গে কাজ করতে চান বিদ্যা

বিনোদন ডেস্ক: বিদ্যা বালানের দীর্ঘদিনের একটা সুপ্ত ইচ্ছে আমির খানের সঙ্গে অভিনয় করা। ‘দঙ্গল’ এর পার্টিতে জানালেন তিনি ।

সম্প্রতি ‘দঙ্গল’ এর সাকসেস পার্টিতে হাজির ছিলেন বিদ্যা। সেখানে নায়িকা বললেন, ‘‘আমি আমিরের সঙ্গে কাজ করতে চাই। তার জন্য একটা ভাল স্ক্রিপ্ট দরকার। অনেকদিন ধরেই ভেবেছি এটা। কিন্তু কী ধরনের চরিত্র হবে, তা অবশ্য ভাবিনি। আর শুধু আমির নন, সব ভাল পরিচালক, লেখক এবং অভিনেতার সঙ্গেই কাজ করতে চাই।’’

‘দঙ্গল’ দেখে অভিভূত বিদ্যা। তার মতে, এই ছবির সব বিভাগই অসাধারণ। কুস্তি নিয়ে এমন ছবি এই প্রথম বলে দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়