Tuesday, January 10

শান্তির জন্য পদত্যাগ করতেও রাজি আসাদ

শান্তির জন্য পদত্যাগ করতেও রাজি আসাদ

কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ শন্তি ফিরিয়ে আনতে পদত্যাগ করতেও রাজি আছেন বলে ইঙ্গিত দিয়েছেন। গত বছরের ২৯ ডিসেম্বর থেকে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়াজুড়ে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় আসাদ সরকার ও সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর রয়টার্সের।

ফরাসি গণমাধ্যম ফ্রান্স ইনফো, এলসিপি ও আরটিএলকে একযোগে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে সিরিয়ার শান্তি ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আমি তাদের (বিদ্রোহীদের) সঙ্গে যেকোনো বিষয়ে সমঝোতা করতে রাজি। আমার পদ নিয়েও সমঝোতা হতে পারে। তবে তা সংবিধানের ভিত্তিতে হতে হবে। তিনি জানান, নতুন সংবিধান বাস্তবায়ন করতে হলে তা গণভোটের ভিত্তিতে হতে হবে। সিরিয়ার জনগণ নির্ধারণ করবে কে প্রেসিডেন্ট থাকবেন। আসাদের এই সাক্ষাৎকারটি সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানাতে প্রকাশিত হয়েছে। আসাদ বলেন, আলেপ্পো পুনরুদ্ধারের মাধ্যমে তার সরকার বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সিরিয়ার মাটি থেকে সব সন্ত্রাসী বিদায় হলেই তিনি তাকে বিজয় বলে ঘোষণা করবেন।

কাজাখাস্তানে প্রস্তাবিত সমঝোতা আলোচনায় ‘যেকোনো বিষয়’ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে আপসরফা করতে চান বলেও জানান তিনি। তবে ওই শান্তি আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি এবং বিদ্রোহীদের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন তা-ও স্পষ্ট নয়। সিরিয়ার মিত্র রাশিয়া ও বিদ্রোহীদের সমর্থক তুরস্কের মধ্যস্থতায় চলতি মাসের শেষের দিকে ওই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়