Tuesday, January 10

সিলেটে উদ্বোধন হচ্ছে সাড়ে ৪ কোটি টাকার বার হল


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার হল-৫ এর নতুন ভবনের উদ্বোধন হচ্ছে আজ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা ও সিলেট গণপূর্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম। দীর্ঘ ছয় বছর পর ভবনের উদ্বোধন করায় আদালতের আইনজীবীদের মাঝে উচ্ছাস বিরাজ করছে। ভবনটি নির্মাণের ফলে ৫ নম্বর বারের আইনজীবীদের পেশাগত কার্যক্রমের দুর্ভোগ যেমন কমবে, তেমন বিচার প্রার্থী লোকজনও এর সুফল ভোগ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরে পাঁচ তলা বিশিষ্ট এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। ওই বছরের ১৮মে তৎকালীন মহাজোট সরকারের সময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে যথাসময়ে কাজ শেষ করা যায়নি। এছাড়া বেশ কিছুদিন নির্মাণ কাজও বন্ধ ছিল। তবে আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি এ কে এম শমিউল আলমের প্রচেষ্টায় এবং অর্থমন্ত্রীর সহায়তায় সর্বশেষ চতুর্থ ধাপে ১ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দের পর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়। শুরু থেকে যেসব প্রতিষ্ঠান ভবনের নির্মাণ কাজের সাথে যুক্ত ছিল সেগুলো হচ্ছে এফ আর চৌধুরী লিমিটেড, বিজিত কুমার দে, অরুন চন্দ্র ভট্টাচার্য, মেসার্স কে হাসান এন্ড ব্রাদার্স, ডেফোডিল ইলেকট্রিক কোম্পানী, মেসার্স সঞ্জয় দেব, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স, মেসার্স জলি কন্সট্রাকশন ও আলম জিও টেকনিকস। ৪ হাজার ৩শ ৭৭ বর্গফুট বিশিষ্ট ভবনের প্রতি তলায় রয়েছে বার হল, এডভোকেট চেম্বার, লিফট, বাথরুম, ইউরিনাল ও টয়লেট। ভবনের সর্বমোট পরিসর ২১ হাজার ৮শ ৮৩ দশমিক ৭২ বর্গফুট। উল্লেখ্য, শতবছরের পুরনো টিনসেডের একটি ভবনে সিলেট জেলা আইনজীবী সমিতির বার হল-৫ এর কার্যক্রম পরিচালনা করে আসছিলেন আইনজীবীরা। ২০১০ সালের ২২ এপ্রিল বৈশাখী ঝড়ে ভবনের পাশের রেইট্রিগাছ ভেঙ্গে পড়ে ভবনটি ক্ষতিগ্রস্থ হয়। পরে তৎকালীন আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলমের নেতৃত্বাধীন কমিটি বার হলটি নিজস্ব অর্থায়নে ৬ লাখ টাকা ব্যয়ে সংস্কার করেন। পরবর্তীতে সমিতির নেতৃবৃন্দ নতুন একটি বহুতল ভবন নির্মাণের ব্যাপারে অর্থমন্ত্রীর সহায়তা চাইলে সরকারি অর্থায়নে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে মাঝখানে ২০১৪ সালের ২৪ নভেম্বর ভবনের উদ্বোধন করার কথা থাকলেও কাজ সম্পন্ন না হওয়ায় অনুষ্ঠানে আসেননি অর্থমন্ত্রী। তবে উদ্বোধন না হলেও অনেক আইনজীবী এই ভবনে তাদের কার্যক্রম শুরু করেছিলেন। তবে সিলেট জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলমের নেতৃত্বে কমিটির প্রচেষ্টায় ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পুনরায় ভবনের নির্মাণ কাজ শুরু হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শমিউল আলম জানান, তিনি সম্পাদক থাকাকালে কালবৈশাখী ঝড়ে একটি বিশাল রেন্ট্রিগাছ ৫ নং বার হলের উপর ভেঙ্গে পড়লে এ ভবন ভেঙ্গে যায় তখন এই ভবনটি নির্মাণের পরিকল্পনা ও প্রকল্প গ্রহণক্রমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির সাথে যোগাযোগ করে তার প্রচেষ্টায় এ ভবন নির্মাণ কাজ শুরু হয়। মাঝে কাজ বন্ধ হয়ে গেলে তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় পর বার বার চেষ্টা চালিয়ে অর্থমন্ত্রীর সহায়তায় ঐতিহ্যবাহী এ বার ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন। এ জন্য তিনি অর্থমন্ত্রী, আইন মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদফতর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র: সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়