Saturday, January 21

ঠান্ডা থেকে বাঁচতে হাতি পেল সোয়েটার

ঠান্ডা থেকে বাঁচতে হাতি পেল সোয়েটার

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের একটি গ্রামের নারীরা হাতির জন্য বুনেছেন বিশাল আকৃতির সোয়েটার। রঙিন উলের তৈরি সেই সোয়েটার পরিয়েও দেয়া হয়েছে হাতির দৈত্যাকার শরীরে। শীতের হাত থেকে হাতিদের রক্ষা করতে গ্রামের নারীরা এগিয়ে আসেন।

ভারতের উত্তরাঞ্চলের শহর মথুরার এসওএস এলিফ্যান্ট কনজার্ভেশন অ্যান্ড কেয়ার সেন্টারের কর্মচারীরা প্রথমে তাদের আশঙ্কার কথা জানান যে, তাপমাত্রা হিমাঙ্কের কাছে নেমে আসতে পারে। এরপরই ঠান্ডার কবলে থেকে হাতিদের বাঁচাতে এগিয়ে আসেন গ্রামের নারীরা।

হাতিদের এই সংরক্ষণ কেন্দে সেই সব হাতিদেরই রাখা হয় যারা আগে মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েছে।

সোয়েটার পরা হাতিদের প্রকাশিত ছবিতে দেখা যায়, হাতে বোনা সুন্দর নকশার সোয়েটারের সঙ্গে রয়েছে পায়জামাও। পা, পিঠ এবং শরীরের ঘাড়ের কাছাকাছি অংশ আবৃত করছে সে সোয়েটার ও পায়জামা।

এই সংরক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা কার্তিক সত্যনারায়ণ বলেছেন, তীব্র শীত থেকে এই হাতিদের রক্ষা করা খুব জরুরি ছিল।

এই কেন্দ্রে ২০টি হাতি রয়েছে। এগুলোর কোনটিকে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল, কোনটি ছিল পাচারকারীর হাতে, কোনটিকে সড়কে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হতো ভিক্ষাবৃত্তির উদ্দেশে, কোনটিকে সার্কাসে নেয়া হতো। তবে ২০টি হাতির সবকটিই কোনো না কোনোভাবে চূড়ান্ত নৃশংসতার শিকার হয়েছে। ২০১৭ সালে আরো ৫০টি হাতি উদ্ধারের পরিকল্পনা রয়েছে কেন্দ্রটির কর্মচারীদের। 
সূত্র:বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়