Tuesday, January 31

কানাইঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির চা চক্রে বিয়ানীবাজারের সুধীজন


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে বিয়ানীবাজার উপজেলার কয়েকজন সুধীজনের চা-চক্র ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি লোভাছড়া ভ্রমণের পাশাপাশি কানাইঘাটের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক বিভিন্ন স্থাপনা ও নিদর্শন ঘুরে দেখেন বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকজন সুধীজন। সুধীজনের সম্মানে বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক চক্র ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিয়ানীবাজারের সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক(অব.) ও বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আহমদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সহসভাপতি ও বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, লেখক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান, এডভোকেট মোঃ আমান উদ্দিন, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমেদ ও ছড়াকার লুৎফুর রহমান। আয়োজক সংগঠনে সভাপতি বীরদল এনএম একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জারউল্লাহ’র সভাপতিত্বে ও সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন বীরদল এনএম একাডেমীর সহকারি প্রধান শিক্ষক ও কানাঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহি উদ্দিন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ এলাহী, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, বীরদল এনএম একাডেমীর সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, কানাইঘাট নিউজ এর সম্পাদক মাহবুবুর রশিদ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। চা-চক্র ও মতবিনিময় সভায় দু’উপজেলা মেলবন্ধন বাড়াতে শিক্ষা-সাহিত্য, সংস্কৃতির উন্নয়ন ও অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের গুরুত্ব আলোকপাত করে নেতৃবৃন্দ ইতিহাস-ঐতিহ্যে তথা শেকড় সন্ধানে নিজেদের এবং বর্তমান প্রজন্মদের আরো বেশি সচেষ্ট থাকার আহবান জানান ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়