Saturday, January 28

‘রাষ্ট্র হিসেবে আমেরিকার জন্মই হয়েছিল অভি‌বাসীদের নিয়ে’

‘রাষ্ট্র হিসেবে আমেরিকার জন্মই হয়েছিল অভি‌বাসীদের নিয়ে’

কানাইঘাট নিউজ ডেস্ক: শরণার্থী এবং অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে একটি বিলে সাক্ষর করেছেন আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আদেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ট্রাম্পের উদ্দেশে তোপ দাগলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ।  

মার্ক জাকারবার্গ বলেন, ‌‘রাষ্ট্র হিসাবে আমেরিকার জন্মই হয়েছিল অভি‌বাসীদের নিয়ে। তাই অভিবাসীদের নিয়ে অতিরিক্ত কড়াকড়ি করার কোনও মানে হয় না।’‌

ক্ষমতায় আসার প্রথম সাতদিনের মধ্যে মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার নির্দেশিকায় সই করার পাশাপাশি আগামী ১২০ দিন শরণার্থী গ্রহণ বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। নিয়ম কানুনে হের ফের না ঘটানো পর্যন্ত, সিরীয় শরণার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।  ইরাক, সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদানের মতো ‘‌উদ্বেগজনক দেশ’‌ থেকে কেউ আগামী ৯০ দিন আমেরিকায় প্রবেশ করতে পারবে না বলেও আদেশ জারি করেছেন ট্রাম্প।  

এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জাকারবার্গ। তার মতে, ‘‌অনেকের মতো আমিও ট্রাম্পের শরণার্থী নিয়ে কড়াকড়ির সিদ্ধান্তে উদ্বিগ্ন। আমরাও চাই আমাদের দেশ নিরাপদে থাকুক। কিন্তু তাই বলে কেন সত্যিকারের বিপণ্ণদের ঝামেলায় ফেলা হবে। আমেরিকা অতিথিপরায়ণ দেশ। সেটা যেন আমরা ভুলে না যাই। আমার প্রপিতামহ জার্মানি থেকে শরণার্থী হিসেবে এই দেশে এসেছিলেন। এবার কি ট্রাম্প আমাদেরও বের করে দেবেন?‌’‌

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়