Tuesday, January 24

মিশরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ট্রাম্পের

মিশরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ট্রাম্পের
কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র সঙ্গে টেলিফোনে আলাপ করার পর এ অঙ্গীকার করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পিসার সোমবার বলেন, ট্রাম্প মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অঙ্গীকার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এ অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশকে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র প্রতিবছর মিশরের সামরিক খাতে ১শ ৩০ কোটি ডলার প্রদান করে। তবে মিশরে গলতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা এ সহায়তা সাময়িক বন্ধ করেছিল। তবে ২০১৫ সালে তা আবার পুরোমাত্রায় চালু হয়।

স্পিসার বলেন, উভয় নেতা আগামীতে যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে আলোচনা করেন এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিশরকে সামরিক সহায়তা অব্যাহত এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিশরের সামরিক বাহিনীকে আরো সক্ষম করার প্রয়োজনীয় সহায়তা দেয়ার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়