Friday, January 13

বিমানবন্দরে হামলার ঘটনায় ইসরায়েলকে সিরিয়ার হুঁশিয়ারি

বিমানবন্দরে হামলার ঘটনায় ইসরায়েলকে সিরিয়ার হুঁশিয়ারি

কানাইঘাট নিউজ ডেস্ক: দামেস্কের পশ্চিমাঞ্চলের একটি সামরিক বিমানবন্দরে ইসরায়েল রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। এ হামলার বদলা নেওয়া হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারও করেছে দেশটি।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ইসরায়েলে উত্তরাঞ্চলীয় এলাকা লেক তিবেরিয়াসের কাছের একটি এলাকা থেকে বেশ কয়েকটি রকেট ছোঁড়া হয়। সিরিয়ার সেনাবাহিনীর দাবি, মধ্যরাতের দিকে রকেটগুলো বিমানবন্দর প্রাঙ্গণে আঘাত হানে।

সিরিয়ার সেনা কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিরিয়ার সেনা কমান্ড এবং সশস্ত্র বাহিনী ইসরায়েলকে এ গর্হিত হামলার বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে’।

তবে ওই হামলায় কোনও প্রাণহানি হয়েছে কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, রকেট হামলার কারণে আগুন ধরে গিয়েছিল।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দামেস্কের কাছে মেজ্জাহ সামরিক বিমানবন্দরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে সেখানেও বিস্তারিত জানানো হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়