Wednesday, December 14

সৌদির-কাছে-অস্ত্র-বিক্রি-কমানোর-সিদ্ধান্ত-যুক্তরাষ্ট্রের

সৌদির কাছে অস্ত্র বিক্রি কমানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিমাণ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এমন অস্ত্র সৌদি আরবের কাছে আর বিক্রি করবে না আমেরিকা।

সৌদি আরব যেভাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে তাতে তারা উদ্বিগ্ন বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

গত অক্টোবর মাসে ইয়েমেনে জানাজার সময় বিমান হামলায় ১৪০ জন নিহত হয়েছিল। সে বোমা হামলার জন্য সৌদি আরবকে দায়ী করা হয়।

তবে আমেরিকা বলছে, সৌদি আরবের সীমান্তে নিরাপত্তার জন্য যে ধরনের সামরিক সরঞ্জামের প্রয়োজন সেগুলো বিক্রি করা হবে।

এ ছাড়া বোমা হামলার সময় যাতে বেসামরিক মানুষ নিহত না হয় সেজন্য সৌদি আরবের পাইলটদের প্রশিক্ষণ দেবে আমেরিকা। সৌদি আরবের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রির জন্য তিন বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে সেটি এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা শুরুর পর ইয়েমেনে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ৩০ লাখের বেশি মানুষ তাদের বাসস্থান হারিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়