Sunday, December 25

ফাঁস হল 'দঙ্গল'!

ফাঁস হল 'দঙ্গল'!

কানাইঘাট নিউজ ডেস্ক: বহুল প্রতীক্ষিত ছবি 'দঙ্গাল' মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। এমনকি মুক্তির তিন দিনেই সিনেমাটির আয় একশ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আশায় গুড়ে বালি! মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই পাইরেসির শিকার হলো আমির খানের নতুন ছবি 'দঙ্গল'। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সময়ের জন্য ফাঁস হয়ে যায় এই ছবিটি।

এর আগে, ১০টিরও বেশি ওয়েবসাইটে 'দঙ্গল' ছবির লিঙ্ক ছড়িয়ে পড়েছে। সেসব লিঙ্ক আরও ভয়ানকভাবে ছড়িয়ে পড়ে ফেসবুকে শেয়ার হওয়ার পর। দেখা গেছে, একটি লিঙ্ক প্রায় ৪৫ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।

অন্য সূত্রে জানা যায়, হাশমি আহ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেইসবুকে ফাঁস করা হয় ছবিটি। দুবাইয়ে বসবাসকারী হাশমির এই ভিডিও দ্রুতই মুছে ফেলে ফেইসবুক কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে। কিন্তু তার আগেই ভিডিওটি দেখা হয়ে যায় ৮ লাখ ৩৩ হাজারেরও বেশিবার।

মহাবীর ফোগতের বহু আলোচিত এই বায়োপিক নিয়ে উত্তেজনা আর প্রত্যাশার পারদ চড়ছিল অনেক দিন ধরেই। মুক্তির তিন দিনেই সিনেমাটির আয় একশ কোটি ছাড়াবে বলে ধারণা করা হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়