Friday, November 4

কানাইঘাটে ২০ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে নিখোঁজের ২০ দিন পরও খোঁজ মেলেনি ৭ম শ্রেণি পড়ুয়া গুলজার নামের এক মাদ্রাসা ছাত্রের। গত ১৫ ই অক্টোবর শনিবার বিকেল ৩টার দিকে খেলাধূলার উদ্দেশ্যে সে তাঁর নিজ বাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় নিখোঁজের বাবা আব্দুশ শহিদ গত ২০ অক্টোবর কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং:৮৮৭। নিখোঁজ গুলজার(১২) কানাইঘাট উপজেলার সদর ইউ’পির গোসাইনপুর গ্রামের আব্দুশ শহীদের ছেলে এবং স্থানীয় সোনাপুর ইবতেদায়ী মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। গুলজারের গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৪ ফুট। মুখমন্ডল গোলাকার। চোখের রং ও মাতার চুল কালো, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল মেজেট কালার হাফ শার্ট ও চেক লুঙ্গি। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে ০১৭২০৯৯৯৩১১/০১৬২২১৯৭৮১৯ নাম্বারে যোগাযোগ করার জন্য নিখোঁজ গুলজারের পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়