Saturday, October 29

কানাইঘাটে ছাত্রলীগ নেতা মারুফের জন্ম দিন পালিত


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মারুফ আহমদের ২৪তম জন্ম দিন গত শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে নিজ বাড়িতে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট ল‘কলেজ ছাত্রলীগের সভাপতি এম.মস্তাক আহমদ, উপজেলা তরুণলীগের আহবায়ক মো: আব্দুল্লাহ ,আশরাফুল আলম সুমন,মাহফুজ সিদ্দিকী,আসফাক আহমদ,মাহফুজুল আলম উজ্জল,জহরুল ইসলাম নাবিল,আফজাল হোসেন মিজান,মাসুম কাদির,জুনেদ আহমদ,তুহিন আহমদ,জাহাঙ্গীর আলম সাজু,এম সুলতান আহমদ,মাহবুবুল আলম তামিম,কামিল আহমদ,রাহাত,শাকির আহমদ,এহসান হাবিব,সোহেল আহমদ,মোহাম্মদ রানা,নাহিদ,হাদী,জুসে­ফ,তাফসির আহমদ রিসান,এম রাহান,ছালিক আহমদ,আফজাল আহমদ,ছায়েম প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়