Saturday, August 27

ভারতের হিমাচলে দুই দফা ভূমিকম্প

ভারতের হিমাচলে দুই দফা ভূমিকম্প

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশ রাজ্যে আজ শনিবার দুই দফা ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সকাল ৬ টা ৪৪ মিনিট থেকে ৭ টা ০৫ মিনিটের মধ্যে দুটি ভূ-কম্পন অনুভূত হয়।  ভূমিকেম্পর উৎপত্তিস্থল ছিল কুল্লু শহর।

ভারতের জাতীয় ভূ-কম্পন কেন্দ্র জানায়, ৬ টা ৪৪ মিনিটে হওয়া প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৬ এবং ৭ টা ০৫ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৩।

দুর্যোগ ব্যবস্থাপনার এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, পার্বত্য এ রাজ্যে ২০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোন প্রাণহানি বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়