
কানাইঘাট নিউজ ডেস্ক:
মুম্বাই হামলার হোতা এবং আন্ডার ওয়ার্ল্ড ডন বলে পরিচিত দাউদ ইব্রাহিমকে
আশ্রয় না দিয়ে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য পাকিস্তানকে আবারও আহ্বান
জানালো ভারত। শনিবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে
প্রকাশিত প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এমন প্রেক্ষাপটে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ দাউদকে ফেরত পাঠানোর জন্য পাকিস্তানকে আহ্বান জানান। তিনি বলেন, ‘যেসব আন্তর্জাতিক সন্ত্রাসীকে পাকিস্তান এতদিন আশ্রয় দিয়েছে তাদেরকে দেশে ফেরত পাঠানো এখন ইসলামাবাদের জন্য অবশ্য করণীয়’।
স্বরূপের অভিযোগ, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।
দাউদ ভারতের পক্ষ থেকে পাকিস্তানে দাউদ ইব্রাহিমের যে নয়টি ঠিকানা দেওয়া হয়েছিল তার মধ্যে তিনটি ভুল বলে সম্প্রতি উল্লেখ করে জাতিসংঘ। আর বাকি ছয়টি ঠিকানা ঠিক আছে বলে নিশ্চিত করার পর নতুন করে এ আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইতে সিরিজ বিস্ফোরণের জন্য দাউদ ইব্রাহিমকে দায়ী করা হয়। বলা হয়, ওই বিস্ফোরণের ১৫ মাস পর সিবিআইয়ের তৎকালীন প্রধান নীরজ কুমারকে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান দাউদ ইব্রাহিম। তবে তিনি আত্মসমর্পণের যে শর্ত দিয়েছিলেন,তা মানতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছেন। ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম একবার মন্তব্য করেন, দাউদ ইব্রাহিম পাকিস্তানে থাকলেও তাকে কখনোই ভারতের কাছে হস্তান্তর করবে না ইসলামাবাদ।
তবে ভারতের এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান। অবশ্য দাউদ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও থাকেন বলে মনে করেন অনেকে। তবে সম্প্রতি পাকিস্তানে দাউদের ছয়টি ঠিকানা ঠিক বলে জাতিসংঘ নিশ্চিত করার পর পাকিস্তানের ওপর নতুন করে চাপ জোরালো করেছে ভারত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
টাইমস অব ইন্ডিয়া জানায়, এমন প্রেক্ষাপটে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ দাউদকে ফেরত পাঠানোর জন্য পাকিস্তানকে আহ্বান জানান। তিনি বলেন, ‘যেসব আন্তর্জাতিক সন্ত্রাসীকে পাকিস্তান এতদিন আশ্রয় দিয়েছে তাদেরকে দেশে ফেরত পাঠানো এখন ইসলামাবাদের জন্য অবশ্য করণীয়’।
স্বরূপের অভিযোগ, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।
দাউদ ভারতের পক্ষ থেকে পাকিস্তানে দাউদ ইব্রাহিমের যে নয়টি ঠিকানা দেওয়া হয়েছিল তার মধ্যে তিনটি ভুল বলে সম্প্রতি উল্লেখ করে জাতিসংঘ। আর বাকি ছয়টি ঠিকানা ঠিক আছে বলে নিশ্চিত করার পর নতুন করে এ আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইতে সিরিজ বিস্ফোরণের জন্য দাউদ ইব্রাহিমকে দায়ী করা হয়। বলা হয়, ওই বিস্ফোরণের ১৫ মাস পর সিবিআইয়ের তৎকালীন প্রধান নীরজ কুমারকে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান দাউদ ইব্রাহিম। তবে তিনি আত্মসমর্পণের যে শর্ত দিয়েছিলেন,তা মানতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছেন। ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম একবার মন্তব্য করেন, দাউদ ইব্রাহিম পাকিস্তানে থাকলেও তাকে কখনোই ভারতের কাছে হস্তান্তর করবে না ইসলামাবাদ।
তবে ভারতের এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান। অবশ্য দাউদ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও থাকেন বলে মনে করেন অনেকে। তবে সম্প্রতি পাকিস্তানে দাউদের ছয়টি ঠিকানা ঠিক বলে জাতিসংঘ নিশ্চিত করার পর পাকিস্তানের ওপর নতুন করে চাপ জোরালো করেছে ভারত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়