Saturday, August 27

ইংল্যান্ডের বাংলাদেশ সফরে থাকছেন ব্রড-অ্যান্ডারসন

ইংল্যান্ডের বাংলাদেশ সফরে থাকছেন ব্রড-অ্যান্ডারসন

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ সফরে থাকছেন ইংলিশ পেস বোলিংয়ের দুই জুটি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এমনটাই জানিয়েছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ জন্য তাদেরকে চলমান মৌসুমে আর রাখা হচ্ছে না।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘এই গ্রীষ্মে দুই জনই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাই আসন্ন বাংলাদেশ সফরের প্রস্তুতিটা ভালোভাবে নিতেই দুইজনের বিশ্রাম প্রয়োজন রয়েছে।’

বলতে গেলে ডান কাঁধের ইনজুরিতে আক্রান্ত অ্যান্ডারসনের পুনর্বাসন প্রয়োজন। একইভাবে ব্রড পায়ের গোড়ালির সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ডেইলি মেইল জানিয়েছিল আসন্ন বাংলাদেশ সিরিজে নাও খেলতে পারেন ব্রড। কিন্তু ইসিবির বিবৃতির মধ্য দিয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেলো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়