Wednesday, July 27

নিজেকে অভিনেতা হিসেব গড়ে তুলতে চাই: নাহিদ

নিজেকে অভিনেতা হিসেব গড়ে তুলতে চাই: নাহিদ

কানাইঘাট নিউজ ডেস্ক: তরুণ তুর্কী নাহিদ শাহ। যার চোখে স্বপ্ন মিডিয়াতে কাজ করে একজন সফল অভিনেতা হবার। সেই স্বপ্ন পূরণের লক্ষে নিয়মিতভাবে কাজ করে চলেছেন তিনি। এখন পর্যন্ত বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা মিলেছে তার। এবার সুযোগ পেয়েছেন বড় পর্দায় কাজ করার।
 
সেই সুযোগটি যিনি করে দিয়েছেন তিনি হলেন অনন্য মামুন। 'আমি তোমার হতে চাই' ছবিতে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে নাহিদকে।
 
প্রথমবার ছবিতে কাজের সুযোগ পেয়ে বেশ আনন্দিত নাহিদ। তিনি বলেন, ‘আমি ভবিষ্যতে আরো ভালো চরিত্রে কাজ করে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে। সেই সাথে নিজেকে একজন ভালো অভিনেতা হিসাবে গড়ে তুলতে চাই। সেই সাফল্য পাওয়ার জন্য অবিরত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

ক্যারেক্টার আর্টিস্ট হতে চাওয়া নাহিদের স্বপ্ন কতোটা সফল হবে তা সময় বলে দিবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়