Wednesday, July 20

কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী -আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে”। এই স্লোগানকে সামনে রেখে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কশিনার ভূমি শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা বিদ্যুৎ চন্দ্র সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ শফিকুল আলম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, ডিআইও মোঃ সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, থানার এস.আই ফারুক আহমদ, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এর আগে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। সপ্তাহ ব্যাপী কর্মসূচীর আওতায় রয়েছে উপজেলা জুড়ে ব্যাপক প্রচারনা, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন, মাছ চাষে এগিয়ে আসার জন্য হাট বাজারে প্রচারনা এবং চলচিত্র প্রদর্শন ইত্যাদি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়