Monday, July 18

কানাইঘাট পৌরসভার ২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির সভা


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট পৌরসভার ২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উন্মুক্ত সভা রবিার বিকেলে বায়মপুর খেয়াঘাট স্ট্যান্ডে অনুষ্টিত হয়। কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর শরীফুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মনির আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান। প্রধান আলোচক ছিলেন জাইকা’র কনসালটেন্ট আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এম এ হান্নান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড উন্নয়ন কমিটির সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সন্ত্রাস-জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের আহবান জানানো হয়। পাশাপাশি ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হচ্ছে, খেয়াঘাট-বিরাখাই রাস্তা মেরামত, লক্ষীপুরের তোতা ডাক্তারের বাড়ি থেকে বায়মপুর পর্যন্ত রাস্তা মেরামত,বদীকোণা মসজিদ থেকে সুবানের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, গৌরীপুর বড়মসজিদ হতে সুরমা নদী পর্যন্ত রাস্তা মেরামত, লক্ষীপুর শামসুদ্দীনের বাড়ি থেকে ফয়েজ আহমদের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত এবং লক্ষীপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষা ও বিদ্যুৎব্যবস্থার উন্নয়ন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়