Friday, July 29

সিলেটের তৌফিক-ই এলাহী জাতিসংঘের জ্বালানি উপদেষ্টা


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কৃতিসন্তান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহীকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানী উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বুধবার ৬ মাসের জন্য অতিরিক্ত এ দায়িত্ব দেয়া হয়। নতুন পদে যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। জাতিংসঘে জ্বালানী উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব পালন করবেন। তৌফিক-ই-এলাহীর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে। তার জন্ম ১৯৪৫ সালে। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৭১ সালে তিনি তৎকালীন মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সশস্ত্র যুদ্ধে নামেন তিনি। যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে। একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের কাজেও সক্রিয় ছিলেন এই প্রশাসনিক কর্মকর্তা। বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই এলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তাকে। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও একই পদে নিয়োগ পান তিনি। ৬৯ বছর বয়সী তৌফিক এলাহী দুই মেয়ের জনক, তার স্ত্রীর নাম আসমা চৌধুরী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়