Friday, July 15

পেশায় রাবার শ্রমিক, জিতলেন কোটি রুপি

পেশায় রাবার শ্রমিক, জিতলেন কোটি রুপি
কানাইঘাট নিউজ ডেস্ক: অসুস্থ মা ও কয়েকবছর আগে একটি দুর্ঘটনায় একটি পা হারানো ছোট বোনকে নিয়ে কোনওভাবে দিন কাটছিল নাবিসার। রাবার শ্রমিকের কষ্টসাধ্য জীবনের পরিবর্তে তিনি পেলেন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরা বিলাসবহুল জীবনের আস্বাদ।

শুনতে অবাক লাগলেও এমন অভূতপূর্ব ঘটনাই ঘটেছে কেরলের তিরুবনন্তপুরম জেলার কিলিমানুর গ্রামে। ওই নারীর নাম নাবিসা।

লটারি কাটার অভ্যেস আগাগোড়াই ছিল। এর আগেও লটারির টিকিট কেটে অনেকবার ১০০০ টাকা ও দু’বার ৫০০০ টাকা পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এইবার যেন পুরো জীবনটাই বদলে গেল তাঁর। লটারিতে পাওয়া টাকা দিয়ে ছোটো একটি বাড়ি ও তার পাশে বোনের জন্য একটি মনিহারি দোকান তৈরি করাই এখন লক্ষ্য নাসিবার।

এই বছরের প্রথমদিকে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে “স্ত্রী শক্তি” নামে একটি সরকারি লটারির প্রচলন করা হয়। রাজ্যের অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির নারীদের আর্থিক অবস্থার কিছুটা পরিবর্তন করতেই এই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছিল। এর থেকে প্রাপ্য অর্থও অসহায় মহিলাদের সাহায্য করার প্রয়োজনে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১০০ কোটি টাকার লক্ষ্যমাত্রাও ধরা হয়েছিল। তবে যে সরকার এই প্রকল্প চালু করেছিল তা বদলে গেলেও তাদের চালু করা প্রকল্পের সৌজন্যে জীবন বদলে গেল একজন সাধারণ নারীরও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়