Thursday, June 16

আ.লীগের প্রার্থী জুয়েল ও নাজিম


ঢাকা: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) উপ-নির্বাচনে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপ-নির্বাচনে নাজিম উদ্দিন আহমেদকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। দলের পার্লামেন্টারি বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই শূন্য আসন দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হালুয়াঘাট-ধোবাউড়া আসনে মনোনয়ন পাওয়া জুয়েল আরেং প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে এবং গৌরীপুর আসনে মনোনয়ন পাওয়া নাজিম উদ্দিন আহমেদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তখন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়